কুড়িগ্রামে নিরাপদ খাদ্য কর্র্র্তৃপক্ষের নিরাপদ খাদ্য বিষয়ক উন্নয়ন প্রকল্পের সচেতনতামূলক কর্মসূচি
কুড়িগ্রাম প্রতিনিধি:
‘জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য’- শ্লোগানে খাদ্য মন্ত্রণালয়ের অধীনে কুড়িগ্রামে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কুড়িগ্রাম জেলা কার্যালয়ের আয়োজনে নিরাপদ খাদ্য বিষয়ক উপজেলা পর্যায়ে সচেতনতামূলক কর্মসূচি-২০২৪ পালন করা হয়।
মঙ্গলবার দুপুর তিনটায় পুরাতন রেলষ্টেশন পাড়াস্থ শহরের ঐতিহ্যবাহী কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় এ কর্র্মসুচি পালন করা হয়। এতে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কর্মকর্তা মুসফিকুর রহমান,নমুণা সংগ্রহকারী দীপক কুমার রায়,বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হোসেন সরকার, সিনিয়র শিক্ষক আলাউদ্দিন, জামিলা আক্তার,মাহতাবুন্নাহার বেগম,আল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন। এ কর্মসূচিতে বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণির শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।