২১ আশ্বিন, ১৪৩১ - ০৬ অক্টোবর, ২০২৪ - 06 October, 2024

আরপিএমপির হারাগাছ থানায় নবাগত ওসির যোগদান

আমাদের প্রতিদিন
2 weeks ago
69


কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

রংপুর মেট্টোপলিটন পুলিশের হারাগাছ থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মমিনুল ইসলাম সোহেল যোগদান করেছেন। ২০০৬ সালে তিনি সাব—ইন্সপেক্টর পদে সর্বপ্রথম পুলিশ বাহিনীতে যোগদান করেন।

মমিনুল ইসলাম সোহেল সাবেক ওসি মোঃ হারিসুল ইসলামের স্থলাভিষিক্ত হয়ে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে হারাগাছ থানার দায়িত্ব বুঝে নেন। এর আগে তিনি সিরাজগঞ্জ থানায় এ কর্মরত ছিলেন। নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম সোহেল রাজশাহীর জেলার কৃতি সন্তার। তিনি রাজশাহী কলেজ থেকে সমাজবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

নবাগত ওসি মমিনুল ইসলাম সোহেল হারাগাছ থানার আওতায়ধীন এলাকায় সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ড দমন করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে স্থানীয় সকলের সহযোগিতা কামনা করেছেন। রংপুর মেট্টোপলিটন পুলিশের হারাগাছ থানায় আওতায় কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভা ও সারাই ইউনিয়ন এবং রংপুর সিটির তিনটি ওয়ার্ড রয়েছে।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে এ পর্যন্ত সাড়া দেশে পুলিশের মধ্যে বদলির প্রক্রিয়া চলমান রয়েছে। এর অংশ হিসেবে হারাগাছ থানার ওসি হারিসুল ইসলামকে নৌ পুলিশে বদলি করা হয়। এর পর মঙ্গলবার রাতে নতুন ওসি হিসেবে মমিনুল ইসলাম সোহেল হারাগাছ থানায় যোগদান করেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth