গঙ্গাচড়ায় গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ বৃদ্ধির নিমিত্তে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে
বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার দুপুরে কৃষি অফিস প্রাঙ্গনে উপজেলার ১৫০ জন চাষীকে
জনপ্রতি ১কেজি পেঁয়াজ বীজ, ১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএপি সারসহ কীট ও বালাইনাশক প্রদাণ করা হয়। বিতরণকালে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ শাহিনুর ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ মারুফা খাতুন,
কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ ইফতেখার নাঈম, মোঃ কারিমুল হাসান, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।