২৯ আশ্বিন, ১৪৩১ - ১৪ অক্টোবর, ২০২৪ - 14 October, 2024

রংপুরে ছাত্রদল নেতা জোহার নেতৃত্বে বিশাল শোভাযাত্রা

আমাদের প্রতিদিন
3 weeks ago
141


হারুন উর রশিদ সোহেল:

রংপুর জেলা ছাত্রদলের আহবায়ক ও কেন্দ্রীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রতিষ্ঠাতা যুগ্ম আহবায়ক শরীফ নেওয়াজ জোহার নেতৃত্বে বিএনপির বিভাগীয় সমাবেশ ও শোভা যাত্রায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রায় ৪ হাজার নেতাকর্মী অংশ গ্রহণ করেছে।

মঙ্গলবার বিকেলে নগরীর জিলা স্কুলের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে শাপলা চত্বর  গিয়ে শেষ হয়।

এসময় ছাত্রদল নেতা শরীফ নেওয়াজ জোহা বলেন, আমরা বিশ্বাস করি এদেশের মাটি ও মানুষের নেতা দেশনায়ক তারেক রহমান অচিরেই দেশে ফিরে এসে এদেশের নিপীড়িত মানুষের হাল ধরবেন। তার নেতৃত্বে এই দেশ এগিয়ে যাবে। পাশাপাশি গণমানুষকে তাদের অধিকার থেকে যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত করে রেখেছিল এবং গুম, খুন, হামলা ও নির্যাতনে জর্জরিত করেছিল তাদেরও বিচার অবিলম্বে নিশ্চিত করার দাবি জানাই।

জোহা আরও বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং গণমানুষ বিশ্বাস করে দেশনায়ক তারেক রহমানের হাতেই নিরাপদ ও গনতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ হবে।’শোভাযাত্রায় রংপুর জেলা, উপজেলা ও ইউনিয়ন ছাত্রদলের প্রায় ৪ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth