২১ আশ্বিন, ১৪৩১ - ০৬ অক্টোবর, ২০২৪ - 06 October, 2024

তারাগঞ্জে চতুর্থ শ্রেনীতে পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষনের চেষ্টার অভিযোগ

আমাদের প্রতিদিন
2 weeks ago
43


তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জে চতুর্থ শ্রেনীতে পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষনের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কুশার ইউনিয়নের রহিমাপুর নদীরপাড় গ্রামে। এ ঘটনায় শিক্ষার্থীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্ত রাকিব ইসলাম নামে যুবকের বিরুদ্ধে গত সোমবার (১৬ সেপ্টেম্বর) থানায় মামলা করেছেন। মামলা সূত্রে জানাগেছে, ঘটনার দিন গত ১৫ সেপ্টেম্বর সন্ধ্যার পর বাড়িতে রান্না করার এক পর্যায়ে মা তার  চতুর্থ শ্রেনীতে পড়–য়া মেয়েকে রেখে পার্শ্ববতী চাচা শ্বশুরের বাড়িতে যান। এসময় সুযোগ পেয়ে একই গ্রামের মোক্তার হোসেনের ছেলে রাকিব ইসলাম (১৭) ওই চতুর্থ শ্রেণীর ছাত্রীকে টাকার প্রলোভন দেখিয়ে তার মুখ চেপে ধরে পার্শ্ববতী বাশঝাঁড়ে নিয়ে গিয়ে জোড়পুর্বক ধর্ষনের চেষ্টা করেন। এতে শিশু শিক্ষার্থীর আত্মচিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত রাকিব ইসলাম কৌশলে সেখান থেকে পালিয়ে যায়। পরে শিশু শিক্ষার্থী তার পরিবার ও এলাকার লোকজনকে ধর্ষণ চেষ্টার ঘটনাটি নিশ্চিত করেন। এ ঘটনায় শিক্ষার্থীর মা লাজিনা বেগম গত (১৬ সেপ্টেম্বর) সোমবার তারাগঞ্জ থানায় হাজির হয়ে যুবক রাকিবুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার তদন্তকারি কর্মকর্তা ও তারাগঞ্জ থানার এস আই আব্দুল লতিফ জানান, গত মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) শিক্ষার্থী রংপুর কোর্টে বিচারকের নিকট জবানবন্দি দিয়েছে। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth