২৮ আশ্বিন, ১৪৩১ - ১৩ অক্টোবর, ২০২৪ - 13 October, 2024

কুড়িগ্রামে ধরলা নদীতে গোসল করতে  গিয়ে দশম শ্রেণির ছাত্র নিখোঁজ

আমাদের প্রতিদিন
3 weeks ago
63


কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম সদর উপজেলায় বন্ধুরা মিলে ধরলা নদীতে গোসল করতে গিয়ে আপন (১৫) নামের দশম শ্রেণির এক ছাত্র নিখোঁজ হয়েছে। 

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে সদর উপজেলার মোগলবাসা বাজারের পাশে ধরলা নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ আপন ওই ইউনিয়নের বানিয়া পাড়া এলাকার জাহিদুর ইসলামের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র।

স্থানীয় সাদেক হোসেন জানান, নিখোঁজ আপন ও তার আরও ৪-৫ জন বন্ধু মিলে মোগলবাসা বাজারের পাশে ধরলা নদীতে গোসল করতে নামে। গোসল করা অবস্থায় নদী সাথরিয়ে যাওয়ার সময় আপন পানিতে তলিয়ে যায়। পরে তার বন্ধুরা তাকে খুঁজে না পেলে স্থানীয়দের খবর দেয়। খবর পেয়ে কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের কর্মীরা এসে অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পাননি।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের লিডার কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত হয়ে যাওয়ায় উদ্ধার কাজ সমাপ্ত করা হয়েছে। আগামীকাল সকাল থেকে আবারও নিখোঁজ ছাত্রের সন্ধানে উদ্ধার কার্যক্রম শুরু করা হবে।

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth