২৯ আশ্বিন, ১৪৩১ - ১৪ অক্টোবর, ২০২৪ - 14 October, 2024

বিরল প্রেস ক্লাব এর ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

আমাদের প্রতিদিন
3 weeks ago
29


আহ্বায়ক আতিউর রহমান ও সদস্য সচিব তাজুল ইসলাম

আতিউর রহমান, বিরল (দিনাজপুর):

বিরল উপজেলায় সংবাদমাধ্যমে কর্মরত সর্বস্তরের সংবাদ কর্মীদের সমন্বয়ে ঐতিহ্যবাহী বিরল প্রেস ক্লাব পরিচালনার লক্ষ্যে ১৯ সেপ্টেম্বর—২০২৪ বৃহষ্পতিবার সকাল ১০ টায় এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

উক্ত মতবিনিময় সভায় বিরল উপজেলার সর্বস্তরের সংবাদ কর্মী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে পূর্বের সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করে সর্বজন গ্রহণযোগ্য মোঃ আতিউর রহমানকে (যুগান্তর) আহবায়ক, মোঃ মোয়াজ্জেম হোসেনকে (উত্তরা) যুগ্ম আহ্বায়ক এবং মোঃ তাজুল ইসলামকে (ভোরের দর্পণ) সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মোঃ সাদেকুল ইসলাম (আলোকিত সকাল), দিপঙ্কর রায় (মানব কন্ঠ), জহুরুল ইসলাম জহির (আলোকিত দিনাজপুর), মোঃ নাজমুল ইসলাম (নয়াদিগন্ত), মোঃ মুসলিম হক (বাংলার দূত) ও মোঃ আব্দুল আজিজ (দেশের কন্ঠ)।

মতবিনিময় সভায় বিরল প্রেস ক্লাব এর সাবেক সভাপতি তাজুল ইসলাম এর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আতিউর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ গোলাম মাওলা শাহ্, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোস্তফা হাসান ইমাম, বিরল উপজেলা সমাজসেবা অফিসার আনিছুর রহমান, হরিপুর উপজেলা সমাজ সেবা অফিসার রাফিউল ইসলাম রাফি, বিরল উপজেলা বিএনপি’র সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরল উপজেলা শাখার সেক্রেটারী মোঃ আজমির হোসেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আফজাল হোসেন দুলাল, পৌরবিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ নুরজামাল, বিরল মহিলা কলেজ এর সিনিয়র প্রভাষক মোঃ মিজানুর রহমান, উপজেলা বিএনপি’র সাবেক পল্লী ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ হাকিম, বিরল উপজেলা ছাত্র কল্যাণ সমিতি ঢাকা এর সাবেক সভাপতি মমতাজুর রহমান মিন্টু, মওসুম কবীর রাব্বী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী রেজওয়ান পারভেজ, হারুনুর রশীদ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মোবাশে^র ইসলাম, যুগ্ম আহ্বায়ক আসাদুল ইসলাম, তাঁতীদলের আহ্বায়ক লুৎফর রহমান, পৌরযুবদলের যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম এ কুদ্দুস প্রমূখ।

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth