গঙ্গাচড়া প্রেসক্লাবের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরে গঙ্গাচড়া প্রেসক্লাবের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের কনফারেন্স রুমে ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না।
গঙ্গাচড়া প্রেসক্লাবের সভাপতি সাজু আহম্মেদ লাল এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ শাহিনুর ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজীবুল করিম, সমাজসেবা কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান, সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান চয়ন, গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা,
রিপোর্টার্স ক্লাব রংপুরের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লুলু, গঙ্গাচড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য কামরুজ্জামান বাদশা, উপদেষ্টা সদস্য স্বপন চৌধুরী, সহ-ভাপতি কমল কান্ত রায়, সাধারণ সম্পাদক আলী আরিফ সরকার রিজু, যুগ্নসাধারণ সম্পাদক আব্দুল বারী স্বপনসহ প্রেসক্লাবের সকল সদস্যসহ রিপোর্টাস ক্লাবের সভাপতি আব্দুল আলীম প্রামানিক, প্রেস ক্লাব গঙ্গাচড়া সভাপতি আব্দুল মজিদ। বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি সুজন আহমেদ এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।