কুড়িগ্রাম জেলা জামায়াতের উদ্যোগে সিরাত সেমিনার-২০২৪ অনুষ্ঠিত
কুড়িগ্রাম প্রতিনিধি:
মহামানব হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শই মানবজাতির কল্যাণ, পৃথিবীতে মহানবীকে পাঠানো হয়েছে দুনিয়ার জমিনের শান্তি শৃঙ্খলা এবং আখেরাতের মুক্তির জন্য, নারীদের কল্যাণের জন্য মহানবী হজরত মুহাম্মদ (সাঃ)কে পাঠিয়েছেন আল্লাহ তায়ালা, এক আল্লাহ তায়ালা ছাড়া অন্য কারো দাসত্ব কিংবা প্রভুত্ব আমরা মানিনা, মানবো না, উপরোক্ত মুল্যবান বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা মমতাজ উদ্দিন। তিনি আরও বলেন হে দুনিয়ার মানুষ তোমরা শোনো আল্লাহর রহমত পেতে হলে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে হবে।
বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)-ই আদর্শ মহামানব এর উপরই বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখা কর্তৃক আয়োজিত সিরাত সেমিনার-২০২৪ বৃহস্পতিবার শেষ বিকেলে কুড়িগ্রাম টাউন হল মার্কেট সংলগ্ন পৌর অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত সেমিনারে জেলা জামায়াতের আমীর মাওলানা আবদুল মতিন ফারুকীর সভাপতিত্বে এবং কুড়িগ্রাম পৌর জামায়াতের সেক্রেটারী মোঃ মতিউর রহমানের সঞ্চালনায় বিপুলসংখ্যক জনতার উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সহকারী পরিচালক রংপুর-দিনাজপুর অঞ্চল অধ্যক্ষ জনাব মাওলানা মমতাজ উদ্দিন।
রাসুলুল্লাহ সাঃ এর মাদানি জীবন সম্পর্কে আলোচনা পেশ করেন কুড়িগ্রাম জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মোঃ নিজাম উদ্দিন,
আদর্শ সমাজ বিনির্মানে কার্যকরী পদক্ষেপ সম্পর্কে রাসুলুল্লাহ (সাঃ) এর ভুমিকা নিয়ে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আইনজীবী মো: ইয়াছিন আলী সরকার, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শিক্ষাবিদ শাহজালাল সবুজ,
শুভেচ্ছা বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা আবদুল হালিম। আরও বক্তব্য রাখেন কুড়িগ্রাম শহর আমীর ও জেলা মজলিশে শুরা সদস্য আব্দুস সবুর খান, সদর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা মোঃ ফয়েজ উদ্দিন প্রমূখ।