আহত মুন'র পাশে দাঁড়ালেন ইউএনও মৌসুমী হক
কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধি:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত মুনের পাশে দাঁড়ালেন নীলফামারী কিশোরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী হক।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আহত মাহবুব আল হাসান মুনের চিকিৎসার জন্য তার বাবা মায়ের হাতে আর্থিক সহযোগিতা (১০ হাজার টাকা) তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী হক।
উল্লেখ্য যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেশ উত্তাল হলে স্বৈরাচারী সরকারের নির্বিচারে ছাত্রদের উপর গুলি-হত্যা-নির্যাতন সহ্য করতে না পেরে আন্দোলনে নেমে পড়ে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ষষ্ঠ সেমিস্টারের মেধাবী ছাত্র মাহবুব আল হাসান মুন। ১৬ জুলাই রংপুরে আন্দোলনের সময় পুলিশের ছোড়া গুলির ছররায় গুরুতর আহত হন মুন।