২৮ আশ্বিন, ১৪৩১ - ১৩ অক্টোবর, ২০২৪ - 13 October, 2024

রংপুর তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
3 weeks ago
47


নিজস্ব প্রতিবেদক:

তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসা রংপুর শাখার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার প্রদান,একাডেমিক ফলাফলের পুরষ্কার ও  কায়েদা ও নাজেরা বিভাগ ছাত্রদের সবক প্রদান করা হয়েছে।  বৃহস্পতিবার বিকেলে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি দুটি পর্বে অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থীরা কোরআন তেলাওয়াত, হামদ-নাতের মনোমুগ্ধকর পরিবেশনা ও ইংরেজীতে বক্তৃতায় সবার নজর কাড়েন। অনুষ্ঠানটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মদ ইকবাল, বিশেষ অতিথি ছিলেন আল হেরা ইনস্টিটিউটের সভাপতি মো: আব্দুছ ছাত্তার শাহ ও দ্বিতীয় সেশনে  প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মেকুরা ইসলামিয়া দ্বিমুখী ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা এটিএম আযম খান।

অনুষ্ঠানের ২য় পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: সহিদুল ইসলাম, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরীন রংপুর শাখার সভাপতি মাওঃ মোঃ ওমর ফারুখ, কারমাইকেল কলেজের ইসলামীক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান মোঃ জহুরুল ইসলাম, হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের বিভাগীয় সিনিয়র সহ-সভাপতি ক্বারী গোলাম মোস্তফা,মেকুরা ইসলামিয়া দি-মুখী ফাজিল (ডিগ্রী) মাদরাসার অধ্যক্ষ মাওলানা আল-আমিন মেজবা প্রমুখ। তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আব্দুল আলীমের সভাপতিত্ব অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার প্রিন্সিপাল মোহাম্মদ মহিউদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন রংপুর জোনের সহকারী কো-অর্ডিনেটর আল আমিন হাসান, রংপুর শাখার কো-অর্ডিনেটর রফিকুল ইসলাম,হাজীপাড়া সেকশনের কো-অর্ডিনেটর রিয়াজুল ইসলামসহ দায়িত্বশীল ও শিক্ষকবৃন্দ।14.5

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth