কুড়িগ্রামে আগাম বাদাম চাষে ব্যস্ত চরাঞ্চলের কৃষকরা
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার ৯ টি উপজেলার রয়েছে ৪ শত ২০টি ছোট -বড় চর।এসব চরে ধু-ধু বালুতে কৃষকরা বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে আগাম বাদাম চাষে ব্যস্ততম সময় পার করছেন।
খোঁজ খবর নিয়ে জানা যায় জেলার ৯টি উপজেলার বেশ কয়েকটি চরে আগাম জাতের বাদাম বীজ রোপণ করা হয়েছে।
বর্তমানে কৃষকরা রৌদ্র ও বৃষ্টি উপেক্ষা করে নিড়ানী, সার ও সেচ দেওয়ার কাজে ব্যস্ত।
উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের চর গোড়াইপিয়ার এলাকার কৃষক রতন বাদাম চাষে হাঁড় ভাঙ্গা পরিশ্রম করছেন।একই চিএ জেলার চিলমারী, রৌমারী,রাজিবপুর ও রাজারহাটে। কিন্তু বাদামের ভালো ফলন হলে বিঘা প্রতি উৎপাদন হবে ১০ মণ। প্রতি মণ বাদামের মুল্য ৪ হাজার টাকা দরে বিক্রি হলে বিঘা প্রতি খরচ বাদে লাভ হবে ২০ হাজার টাকা।
দলদলিয়া ইউনিয়নের স্থানীয় কৃষক সফিকুল জানান বাদাম চাষে অন্যান্য ফসল ধান,গম, পাট,ভুট্রার চেয়ে পরিশ্রম ও খরচ কম।
এজন্য আমাদের চরাঞ্চলের কৃষকরা বাদাম চাষে বেশ আগ্রহী।
কুড়িগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান এবছর মোট ২ হাজার ৮ শত ৫০ হেক্টর জমিতে বাদাম চাষের লক্ষ্যমাএা থাকলেও এখন পর্যন্ত ৩ শত ৫০ হেক্টর জমিতে বাদাম চাষ করা হয়েছে।
কৃষকদের আশা বাদামের ফলন যদি ভালো হয় ও আবহাওয়া ভালো থাকে তাহলে জেলার প্রত্যন্ত চরাঞ্চলের কৃষকরা বাদাম চাষে লাভবান হবেন।