কোলকোন্দ ইউনিয়নে ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের গঙ্গাচড়ায় কোলকোন্দ ইউনিয়নে নেটজ বাংলাদেশ ও বিএমজেড এর সহযোগিতায় জাগরণী চক্র ফাউন্ডেশন এর বাস্তবায়নে মর্যাদা প্রকল্পের আয়োজনে ইউনিয়নভিত্তিক "দূর্যোগ স্বেচ্ছাসেবকদের সাথে ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায়
সভাপতিত্ব করেন মর্যাদা প্রকল্পের প্রকল্প
ইউনিট ম্যানেজার নূর আলম। এতে প্রধান অতিথি ছিলেন কোলকোন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ। সভায় তিনি
দূর্যোগ ঝুঁকি মোকাবেলায় স্বেচ্ছাসেবকদের দায়িত্ব কর্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা করে
ইউনিয়ন পরিষদ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এবং স্বেচ্ছাসেবকদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে যেকোনো দুর্যোগ ঝুঁকি মোকাবেলা করতে আমরা সক্ষম হবো বলে মন্তব্য করেন।
এসময় ইউপি সদস্য, মো: শরিফুল ইসলাম, হুমায়ুন কবির লাল, শ্রী মনোরঞ্জনসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও জাগরনী চক্র ফাউন্ডেশনের মর্যাদা প্রকল্পের এফ এফ জেসমিন আক্তার উপস্থিত ছিলেন।