মোবইল ফোন কিনে না দেওয়ায় স্কুল ছাত্রীর আত্নহত্যা
পীরগঞ্জ প্রতিনিধি :
মোবইল ফোন কিনে না দেওয়ায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভুমিকা রানী রায় নামে এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে।
শুক্রবার বিকালে দৌলতপুর ইউনিয়নের কেউটগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। ভুমিকা রানী পিএস উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী।
দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান সনাতন চন্দ্র রায় জানান, কেউটগাঁও গ্রামের জগদীস চন্দ্র রায়ের মেয়ে ভুমিকা রানী বাটন মোবাইল ফোন ব্যবহার করতো। ভুমিকা কয়েক দিন ধরে তার পিতা-মাতার কাছে একটি এনড্রয়েড মোবাইল ফেন সেট কিনে চায়। তার পিতা-মাতা কিছুদিন পর ফোন কিনে দিতে চায়। এতে অভিমান করে শুক্রবার বিকালে বাড়ির নিজ শয়ন কক্ষে গলায় ওরনা পেচিয়ে আত্নহত্যা করে। সন্ধায় থানা পুলিশ ঐ শিক্ষার্থীর মরদের উদ্ধার করে। পীরগঞ্জ থানার ওসি খায়রুল আনাম জানান, এ ঘটনায় থানায় ইউডি মামলা করা হয়েছে।