২৮ আশ্বিন, ১৪৩১ - ১৩ অক্টোবর, ২০২৪ - 13 October, 2024

ডোমার সদর ইউনিয়নে বিএনপির জনসমাবেশ

আমাদের প্রতিদিন
3 weeks ago
57


ডোমার নীলফামারী প্রতিনিধিঃ

সাম্প্রদায়িক সম্প্রীতি, বৈষম্যহীনতা, সমঅধিকার, অগ্রগতি ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নীলফামারীর ডোমার সদর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২০শে সেপ্টেম্বর বিকেলে ০৮ নং ডোমার সদর ইউনিয়নের চিলাই পাগলাবাজার নামক এলাকায় ইউনিয়ন বিএনপির আয়োজনে এই  জনসমাবেশ  অনুষ্ঠিত  হয়।

জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিয়াজুল ইসলাম কালু।

ডোমার সদর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক গোলাম মোস্তফার সভাপতিত্বে জনসমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে দলীয় দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ডোমার উপজেলা শাখার সাধারণ সম্পাদক এবং ৩নং ওয়ার্ড কাউন্সিলর আখতারুজ্জামান সুমন।

সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিনের সঞ্চালনায় অন্যান্নদের মাঝে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ০৬ নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান (তুলু), সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন (সুমন), কাউন্সিলর আনোয়ারুল হক, উপজেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরানুল হক আনোয়ার, উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল আলম আশরাফ, পৌর জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রাকিব আল আকাশ প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, দেশে এখন গনতন্ত্রের বাতাস বইছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফ্যাসিবাদ সৈরাচার সরকারের পতনের মধ্যে দিয়ে দেশ নতুন করে স্বাধীনতা লাভ করেছে। এছাড়াও দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ডোমার ডিমলায় শাহরিন ইসলাম তুহিনকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করার লক্ষ্যে সকল ভেদাভেদ ভুলে গিয়ে এক হয়ে কাজ করার আহবান জানান।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth