জাতীয়তাবাদী শক্তিকে আজ ঐক্যবদ্ধ হতে হবে: অধ্যক্ষ জ্যোতি
রংপুরে জাতীয়তাবাদী সমবায় দলের বর্ধিত সভা
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক এমপি অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি বলেছেন, ১৬ বছর আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করে ফ্যাসিস্ট সরকারকে উৎক্ষাত করে ছাত্র—জনতার গণতন্ত্রের সংগ্রাম, সেই সংগ্রাম এখনো অর্জন হয় নাই। হাইব্রিড নেতাকমীর্রা দলে ঢুকে অনেক সুবিধা নেওয়া শুরু করেছে। তাদেও বিরুদ্ধে সজাগ থাকতে হবে। কোন অবস্থাতেই দলের শৃঙ্খলা ভঙ্গ করলে তাদেও বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজ জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। সমবায় আন্দোলন করুন সমৃদ্ধি লাভ করুন।
শনিবার সন্ধ্যায় রংপুর নগরীর একটি কমিউনিটি সেন্টারে জাতীয়তাবাদী সমবায় দলের বিভাগীয় বর্ধিত সভায় তিনি এসব তথা বলেন। জাতীয়তাবাদী সমবায় দল রংপুর বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে রংপুর জেলা সমবায় দলের সভাপতি সেলিম চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সমবায় দলের সহ—সভাপতি মল্লিক মোঃ মোকাম্মেল কবির, আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) মাহফুজার রহমান মিলন, জাতীয়তাবাদী সমবায় দলের নেতা আবু বক্কর সিদ্দিক, মোসলেম উদ্দিন, ইমরান ফারুক, আব্দুল হাফিজ, কেন্দ্রীয় নেতা শাহ আলম বাবলু, ওয়াসিম বারী বাবলু। আমন্ত্রিত অতিথি ছিলেন জাতীয়তাবাদী কৃষক দল রংপুর মহানগরের আহবায়ক শাহনেওয়াজ লাবু। এসময় সমবায় দলের বিভিন্ন স্থরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।