২৮ আশ্বিন, ১৪৩১ - ১৩ অক্টোবর, ২০২৪ - 13 October, 2024

রংপুরে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্ট্রান কল্যাণ ফ্রন্টের কর্মসভা

আমাদের প্রতিদিন
3 weeks ago
56


নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্ট্রান কল্যাণ ফ্রন্টের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে রংপুর জেলার কর্মীসভা গতকাল শনিবার বিকেলে নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এর আগে দলটির নেতাকর্মীরা একটি শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কর্মীসভাস্থলে গিয়ে শেষ হয়।

উক্ত কর্মীসভায় হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্ট্রান কল্যাণ ফ্রন্টের রংপুর জেলা আহবায়ক ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক পরিতোষ চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির রংপুর বিভাগীয় সহ—সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। প্রধান বক্তার বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির মহাসচিব এস, এন তরুন দে,  বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, ফন্টের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মিন্টু বসু, রংপুর বিভাগীয় সহ—সাংগঠনিক সম্পাদক দেবাশীষ সরকার। উক্ত কর্মীসভা পরিচালনা করেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্ট্রান কল্যাণ ফ্রন্ট রংপুর জেলা শাখার সদস্য সচিব শ্রী বিপ্লব রায় । এসময় রংপুর জেলা বিএনপিসহ অঙ্গ সংগঠন ও ফন্টের বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আগামীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে, ফন্টের কার্যক্রম গতিশীল করার লক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth