বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সভা
মটর শ্রমিক পাগলাপীর শাখার সকল শ্রমিকদের সাথে
পাগলাপীর রংপুর প্রতিনিধিঃ
রংপুর সদর উপজেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের পাগলাপীর শাখার সকল শ্রমিকদের নিয়ে সাধারণ সভা ও মতবিনিময় অনুষ্টিত হয় গতকাল বিকালে পাগলাপীর আদ্ দ্বীন একাডেমী স্কুলের মাঠে । সাধারণ সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর সদর উপজেলার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের (সভাপতি)মাওলানা মোঃ হাবিবুর রহমান সিদ্দিকী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর দিনাজপুর অঞ্চল বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ( সহকারী পরিচালক) অধ্যাপক আবুল হাশেম বাদল। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন রংপুর জেলার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের (সভাপতি) অধ্যাপক আব্দুল গণী। বিশেষ আলোচক হিসাবে বক্তব্য রাখেন রংপুর সদর উপজেলার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ( প্রধান উপদেষ্টা ) মাওঃ মোঃ মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর কোতয়ালী সদর থানার ( ওসি ) জনাব, মোঃ বজলুর রশিদ ও রংপুর সদর উপজেলার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ( উপদেষ্টা ) জনাব, মোঃ হারুন অর রশীদ সহ সকল শ্রমিক ও গণমাধ্যম কর্মী আঃ রহিম, মাহাফুজার, আঃ কাহার । অনুষ্ঠানে প্রধান আলোচক অধ্যাপক আব্দুল গণী বলেন, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন করতে হবে, পাগলাপীর শাখার মটর শ্রমিক ইউনিয়নের সকল সদস্যদের কে মাদক থেকে দুরে থাকতে হবে, সকল মটর শ্রমিক সদস্যদের কে একসাথে মিলে কাজ করতে হবে ও দেশে ইসলামের শাসন প্রতিষ্ঠা করতে হলে সকল শ্রমিকদের ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরো বলেন আল্লাহর হুকুমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে দীর্ঘ ১৫ বছর নির্যাতন, মামলা, হামলা, ঘুষ ও দুর্নীতি থেকে দেশ আজ স্বাধীন হয়েছে। এতে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে ও তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। বিশেষ অতিথি ( ওসি ) জনাব, মোঃ বজলুর রশিদ বলেন রংপুর সদর উপজেলা থেকে মাদক দুর করতে হবে, তাই তিনি সকল শ্রমিক ও সাধারণ মানুষজনের কাছ থেকে সাহায্য চান। আপনারা যে কোনো বিষয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। মটর শ্রমিক অনুষ্টানটি পরিচালনা করেন মটর শ্রমিক সেক্টর (সভাপতি) রংপুর সদর উপজেলার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রফেসর মোঃ রাকিবুল ইসলাম রাকিব।