কুড়িগ্রামে বাংলাদেশ যুব অধিকার পরিষদের আয়োজনে মানববন্ধন
কুড়িগ্রাম প্রতিনিধি:
"দয়া নয় কর্মচাই,বাঁচার মতো বাঁচতে চাই " এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ যুব অধিকার পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে দেশে বেকারত্ব মহামারী নিরসনে অন্তবর্তীকালীন সরকারের কাছে ৭ দফা বাস্তবায়নের দাবিতে বিকালে কুড়িগ্রাম শাপলা চত্বরে মানববন্ধন করে।উক্ত মানববন্ধনের মাধ্যমে শিক্ষিত যুবকদের চাকুরির ব্যবস্থা,বেকারদের কর্মসংস্থান দেশের দুনীতি রোধ করার আহবান জানান বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদ বাংলাদেশ যুব অধিকার পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক এরশাদুল হক,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান জুয়েল, কুড়িগ্রাম জেলা যুব অধিকার পরিষদের সভাপতি খাদেমুল ইসলাম আকাশ ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, কুড়িগ্রাম ছাএ অধিকার পরিষদের সভাপতি সুমন সরকার, যুগ্ন সম্পাদক ইয়াসির আরাফাত এবং শ্রমিক অধিকার পরিষদের কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম জুয়েলসহ প্রমুখ।