রংপুরে যুবদল নেতাকে হত্যা চেষ্টার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক:
রংপুরের পালিচড়ায় যুবদল নেতা হাসিব বাবুকে (৩০) কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। তাকে আশংকা জনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। গত বৃহস্পতিবার এ ঘটনায় রংপুর সদর (কোতোয়ালি) থানায় অভিযুক্তদের নামে হাসিব বাবুর পিতা খালেদ হোসেন লাইজু বাদী হয়ে মামলা দায়ের করেছেন।হাসিব বাবু রংপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য।
মামলা ও স্থানীয়দের সূত্রে জানা যায়, রংপুর সদরের বকসি পাড়ার মৃতঃ মোজাম্মেল হোসেনের ছেলে হাজী মিজানুর রহমান ও মশিয়ার রহমানের সাথে উপজেলা ও ইউনিয়ন যুবদল নেতা হাসিব বাবুর বাবা খালেদ হোসেন লাইজুর পরিবারের বিভিন্ন বিষয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ চলে আসছিল। এরই জের ধরে ঘটনার দিন গত ১৭ সেপ্টেম্বর বিকেলে প্রতিবেশী শাহাজাদা মাস্টারের ৮ বছর বয়সী ছেলে আব্দুল্লাহ্ ও মিজানুর রহমানের ৫ বছর বয়সী ছেলে হূজায়ফা দ্বয় মিলে খেলাধুলা করাকালে হূজায়ফা সামান্য আঘাত পান।হাসিব বাবু ঔষুধ সহ হুজায়ফাকে দেখতে তার বাসায় দেখতে গেলে মিজানুর হাজী হাসিব বাবুর মাথা বরাবর ছোরা দিয়ে উপর্যুপরি কোপ মারে। সেই কোপ ঠেকাতে গিয়ে হাসিব বাবুর বাম হাতের কব্জিসহ ৪ টি আঙুল ছিন্ন হয়ে যায়।
রংপুর সদর কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ বজলুর রশিদ জানান, ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।