রংপুর জেলা পুলিশ সুপারের সাথে পুজা উদযাপন কমিটির মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন সার্বজনীন শারদীয় দূর্গাপুজা ২০২৪ উদযাপন উপলক্ষে রংপুর জেলা পুলিশের আওতাধীন রংপুর জেলা, মহানগর ও ৮ থানার পুজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে রংপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা বক্তব্য রাখেন রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন।
এ সময় পুলিশ সুপার বলেন, আসন্ন শারদীয় দূর্গাপুজা ২০২৪ উদযাপন সফল করতে রংপুর জেলার সকল পুজামন্ডপে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে পুলিশ বাহিনী কাজ করবে। এছাড়া প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরার ব্যবহার নিশ্চিত করতে হবে। সেইসাথে সনাতন ধর্মারম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনীর পাশাপশি পূজা উদযাপন কমিটির লোকেদের সজাগ থাকতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রাজিয়া সুলতানা, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর জেলা শাখার সভাপতি রাম জীবন কুন্ডু, বাংলাদেশ পুজা উদাপন পরিষদ রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক এ্যাড. প্রশান্ত কুমার রায়, পুজা উদযাপন পরিষদের নেতা শুব্রত সরকার মুকুল সহ কোতয়ালী, মিঠাপুকুর, বদরগঞ্জ, পীরগাছা, পীরগঞ্জ, গংগাচড়া, কাউনিয়া, তারাগঞ্জ ৮ থানার পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।