হিলিতে প্রান্তিক কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও সার বিতরণ
হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের হিলিতে চলতি ২০২৪—২৫ অর্থবছরের খরিপ—২ মৌসুমে পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি ও আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালিন পেঁয়াজের বীজ ও সার বিতরণ করা হয়েছে। এই কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য সরকারী প্রণোদনা হিসেবে এই উপকরণগুলি বিতরণ করা হয়।
রবিবার (২২ সেপ্টেম্বর) বিকেল তিনটায় উপজেলা কৃষি অফিসের হল রুমে কৃষি কর্মকর্তা আরজেনা বেগম এর সভাপতিত্বে এই বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।
হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম বলেন, ভাতের সাথে প্রোটিনের চাহিদা পূরণের পাশাপাশি প্রোটিনের চাহিদা বৃদ্ধির লক্ষ্যে সরকার এই কর্মসূচির আওতায় কাজ করছে। আমরা এই উপজেলায় ৫০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ১ কেজি গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করেছি। এছাড়াও বীজতলা তৈরির জন্য সকল সরঞ্জাম দেওয়া হয়ে