১২ বৈশাখ, ১৪৩২ - ২৫ এপ্রিল, ২০২৫ - 25 April, 2025

গোবিন্দগঞ্জে মুক্তিযোদ্ধা ওপর দুবৃর্ত্তর রহস্য জনক হমলা: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

আমাদের প্রতিদিন
7 months ago
398


গোবিন্দগঞ্জ প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে খগেন্দ্রনাথ প্রামাণিক নামের এক মুক্তিযোদ্ধা দুবৃর্ত্তের হামলায় গুরুতর আহত করা হয়েছে। পরে প্রতিবেশিরা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

(২১ সেপ্টেম্বর, ২০২৪)শনিবার দিনগত মাঝরাতে পৌরসভার ৬নং ওয়ার্ডের ঝিলপাড়াস্থ নিজ বাসায় দুবৃর্ত্তের হামলার শিকার ওই মুক্তিযোদ্ধাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।  দুবৃর্ত্তের হামলায় রক্তাক্ত জখম খগেন্দ্রনাথ (৭২) প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও বীরমুক্তিযোদ্ধা।

প্রতিবেশিরা জানান, খগেন্দ্রনাথ প্রামাণিক বাসায় একাকী ছিলেন। মাঝরাতে দরজায় শব্দ করায় পরিচিত ভেবে দরজা খুলে দিলে তাৎক্ষণিক দুবৃর্ত্ত তার ঘরে ঢোকে। পরে দু’জনের ধস্তাধস্তির একপর্যায়ে ঘরে থাকা ধারালো বটির উপর্যুপরি আঘাতে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে যান খগেন্দ্রনাথ। এসময় তার চিৎকার—চেচামেচির শব্দে প্রতিবেশিরা এগিয়ে অসলে দুবৃর্ত্ত পালিয়ে যায়।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার (ভারপ্রাপ্ত) ইনচার্জ (ওসি) আছাদুজ্জামান জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছিন। প্রকৃত ঘটানা উদ্ঘাটনে তদন্ত চলছে।

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth