দশম গ্রেড বাস্তবায়নের দাবীতে দিনাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধন
দিনাজপুর প্রতিনিধি:
“দশম গ্রেড আমাদের দাবী নয়—আমাদের অধিকারু এমন শ্লোগান নিয়ে দিনাজপুরে মানববন্ধন করেছে পিটিআই প্রশিনার্থী ও দিনাজপুর জেলার প্রাথমিক সহকারী শিক্ষকরা।
রোববার (২২ সেপ্টেম্বর) দিনাজপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করেন তারা। বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে মানববন্ধনে অংশ নেয় দিনাজপুরের বিভিন্ন উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও পিটিআই’র প্রশিক্ষনার্থীরা।
মানববন্ধনকালে বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে ন্যায্য অধিকারের কথা বলে আসলেও কেউ কর্ণপাত করছে না। ইতিপূের্ব আমরা শিক্ষকরা চরম বৈষ্যম্যের স্বীকার হয়েছি আর নয়। আমাদের দাবী একটাই দশম গ্রেড বাস্তবায়ন করতে হবে। আমরা বাধ্য হয়েই রাজপথে নেমেছি, এখন দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরা আর ঘরে ফিরবো না। এরপরেও যদি আমাদের অবজ্ঞা করা তাহলে আগামীতে দেশে কঠোর থেকে কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষনা দেন তারা।
দিনাজপুর সদর উপজেলার সহকারী শিক্ষক মোঃ ফরিদ আহম্মেদের সভাপতিত্বে মানববন্ধন ও সংক্ষিপ্ত শিক্ষক সমাবেশে বক্তব্য রাখেন, বিরল উপজেলার সহকারী শিক্ষক মোঃ মতিয়ার রহমান ও জান্নাতুন ফেরদৌস, ফুলবাড়ি উপজেলার সহকারী শিক্ষক মোঃ রায়হান কবির ও মোঃ সোহানুর রহমান, বিরামপুম উপজেলার সহকারী শিক্ষক শাহ জামাল ও রাজু আহম্মেদ প্রমুখ।