২৯ আশ্বিন, ১৪৩১ - ১৪ অক্টোবর, ২০২৪ - 14 October, 2024

রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ

আমাদের প্রতিদিন
3 weeks ago
124


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারীতে চলাচলের রাস্তা দখল করে বসতবাড়ির সীমানা প্রাচীর নির্মাণ করার অভিযোগ উঠেছে আমজাদ হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। রোববার (২২ সেপ্টেম্বর) এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসির পক্ষে ইউনুছ আলী।

অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার বন্দবেড় ইউনিয়নের জিগ্নিকান্দি গ্রামের আমজাদ হোসেন কয়েকদিন আগে এলাকাবাসীর চলাচলের রাস্তায় বসতবাড়ির প্রাচীর নির্মাণের জন্য কাজ শুরু করেন। ওই সময়ে এলাকাবাসী সীমানা প্রাচীর নির্মাণ কাজ বন্ধ করে দেন। তিনি (আমজাদ হোসেন) কারও কোন কথা তোয়াক্কা না করে প্রভাবখাটিয়ে এবং জোরপূর্বক সরকারি রাস্তা’র অর্ধেক দখল করে প্রাচীর নির্মাণ করছেন। এ রাস্তাটি সরকারি ১ নং খাস খতিয়ানের।  পরে বাধ্য হয়ে ইউএনও এর কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। দখল হওয়া রাস্তার বিষয়ে সরেজমিন তদন্ত করে প্রাচীর ভেঙে দেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের কাছে হস্তক্ষেপ কামনা করছি।

বন্দবের ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কাদের সরকার বলেন, রাস্তা দখলের বিষয় আমাকে ওই এলাকাবাসী অভিযোগ দিয়েছিল। পরে উভয় পক্ষকে ডেকে ছিলাম। কিন্তু অভিযুক্ত আমজাদ তিনি আসেননি।

অভিযোগ প্রসঙ্গে আমজাদ হোসেন বলেন, আমার রেকর্ডকৃত জমিতে বসতবাড়ীর প্রাচীর নির্মাণ করেছি। তাতে কারও কোন সমস্যা হওয়ার কথা নয়। কে কি অভিযোগ দায়ের করল তা দেখার বিষয় নয়।

এ ব্যাপারে রৌমারী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আনিসুল হক জানান, রাস্তা দখলের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth