২৮ আশ্বিন, ১৪৩১ - ১৩ অক্টোবর, ২০২৪ - 13 October, 2024

নাগেশ্বরীতে দুর্যোগ প্রস্তুতি বিষয়ে শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবক ভূমিকা পালনে কর্মশালা

আমাদের প্রতিদিন
2 weeks ago
23


নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবক হিসেবে ভুমিকা পালনে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব) ও গণসাক্ষরতা অভিযানের আয়োজনে এবং মালালা ফান্ডের অর্থায়নে উপজেলার রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে বুধবার দিনব্যাপী মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ইউনিয়ন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে কমিউনিটির স্বেচ্ছাসেবক হিসেবে ভুমিকা পালনে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় মামলা ফান্ড প্রকল্পভুক্ত ডিএম একাডেমি উচ্চ বিদ্যালয়, আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, নাখারগঞ্জ উচ্চ বিদ্যালয় ও রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৫ জন শিক্ষার্থী ও ৮ জন শিক্ষক অংশ গ্রহণ করেন। রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মশিউর রহমানের সঞ্চালণায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাব বাংলাদেশের সহকারী কান্টি্র ডিরেক্টর এম এ আলিম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসাক্ষরতা অভিযানের প্রোগ্রাম অফিসার  সিজুল ইসলাম, নাখারগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব নূর ইসলাম মিয়া, ভাব বাংলাদেশের আইটি ও প্রোগ্রাম অফিসার আব্দুল্লাহ আল মামুন, নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমির সহকারী শিক্ষক একরামুল হক, নাগেশ্বরী আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসান ইমাম, নাখারগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হুসাইন, রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নলিনী কান্ত সেন প্রমুখ।

কর্মশালায় দুর্যোগপূর্ব, দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী স্বেচ্ছাসেবকদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা ও দলীয় কাজ করা হয়। শিক্ষার্থীরা যেকোন প্রাকৃতিক দূর্যোগে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। এছাড়াও বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে শিক্ষার্থীদের লেখা পড়ার যে ক্ষতি হয় তা কীভাবে পূরণ করা যাবে এ বিষয়ে আলোচনা হয়।

 

   

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth