২৯ আশ্বিন, ১৪৩১ - ১৪ অক্টোবর, ২০২৪ - 14 October, 2024

চিলমারীতে কার্ডধারী হয়েও দেড় বছর ধরে খাদ্য না পাওয়ার অভিযোগ

আমাদের প্রতিদিন
2 weeks ago
63


ভালনারেবল উইমেন বেনেফিট(ভিডব্লিউবি) প্রকল্প

চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে ভালনারেবল উইমেন বেনেফিট(ভিডব্লিউবি) প্রকল্পে সাবানা খাতুন নামে এক নারীর নামে সুবিধাভোগী কার্ড থাকলেও ১৮মাস ধরে খাদ্য না পাওয়ার অভিযোগ উঠেছে। ভূক্তভোগী ওই নারী বকেয়া ১৮মাসের খাদ্য ফেরত চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে,উপজেলার থানাহাট ইউনিয়নাধীন হাটিথানা পুটিমারী এলাকার ফাইদুল ইসলামের স্ত্রী সাবানা খাতুন ভালনারেবল উইমেন বেনেফিট(ভিডব্লিউবি) প্রকল্পের ২০২৩—২৪ সাইকেলে অনলাইনে আবেদন করেন। সুবিধাভোগীর আবেদনের ভিত্তিতে সাবানা নামে একটি সুবিধাভোগী কার্ড ইস্যু হয় যার নাম¦ার ৩৩৪। তার নামে কার্ড ইস্যু হলেও গত ১৮মাস ধরে তিনি কার্ড কিংবা খাদ্য কোনটিই পাননি। দীর্ঘ ১৮মাস পর স্থানীয় এক সাংবাদিকের মাধ্যমে কার্ডটি উদ্ধার করে জুলাই ও আগষ্ট মাসের খাদ্য বরাদ্দ পেয়েছেন তিনি। এখন তিনি গত ১৮মাসে তার নামের বরাদ্দকৃত খাদ্য ফেরত চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন করেছেন।

ভুক্তভোগী সাবানা খাতুন জানান, তার এলাকার সংরক্ষিত মহিলা সদস্য আদুরী আক্তারের স্বামী বিজু মিয়াকে ভিডব্লিউবি প্রকল্পের কার্ড নিতে ৫হাজার টাকা দিয়েছিলেন তিনি।এরপর বিজু মিয়ার নিকট কার্ড চাইলে কার্ড হয়নি মর্মে জানান তিনি। ভিডব্লিউবি’র কার্ড না হওয়ায় বিভিন্ন সময়ে প্রদত্ত টাকা ফেরত চাইলে তিনি যেভাবে হউক একটি কার্ড দিবেন বলে আশ্বস্ত করে আসছিলেন। দীর্ঘ ১৮মাস পর স্থানীয় এক সাংবাদিকের মাধ্যমে কার্ডটি উদ্ধার হওয়ার কথা জানান তিনি।

সংরক্ষিত মহিলা সদস্যের স্বামী বিজু মিয়ার সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

থানাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন বলেন,সাবানা ১৮মাস ধরে চাল না পাওয়ার বিষয়টি আমাকে জানায়নি।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন জানান,অভিযোগ পেয়েছি,তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth