জাতীয় শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে ডোমারে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ডোমার নীলফামারী প্রতিনিধিঃ
জাতীয় শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীর পাশাপাশি শিক্ষায় বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের লক্ষ্য নীলফামারীর ডোমারে মানববন্ধন কর্মসূচি পালন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর উপজেলার প্রশাসনিক ভবনের সামনে উপজেলার মাধ্যমিক (স্কুল, মাদ্রাসা ও কারিগরি) শিক্ষা পরিবারের ব্যানারে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দরা শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ ও জাতীয় শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ'র কাছে উল্লিখিত দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, উপজেলা একাডেমিক সুপারভাইজার শাফিউল ইসলাম প্রমুখ সহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনকারী শিক্ষকরা অতিসত্বর শিক্ষায় বৈষম্য দূরীকরণের লক্ষ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো জাতীয়করণ সহ জাতীয় শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবি জানান। এছাড়া শিক্ষাক্ষেত্রে সকল সমস্যা নিরসনের আহ্বান জানান তারা।