১১ চৈত্র, ১৪৩১ - ২৫ মার্চ, ২০২৫ - 25 March, 2025

গঙ্গাচড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের  মাঝে পুরস্কার বিতরণ

আমাদের প্রতিদিন
6 months ago
187


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ বিজয়ীদের  মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী  শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে বুধবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস আর ফারুক। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার আমজাদ হোসেন, গঙ্গাচড়া বিএম কলেজের অধ্যক্ষ মোঃ নুরুন্নবী, গঙ্গাচড়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা, ধামুর পূর্ব পাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth