২৯ আশ্বিন, ১৪৩১ - ১৪ অক্টোবর, ২০২৪ - 14 October, 2024

পলাশবাড়ীতে দুই ইউপিতে ভিজিডি কাডধারীদের মাঝে চাল বিতরণ

আমাদের প্রতিদিন
2 weeks ago
37


বায়েজীদ, পলাশবাড়ী গাইবান্ধা :

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের সদ্য সপদে যোগদান কৃত ইউপি চেয়ারম্যান মাহবুবর রহমান কর্তৃক অত্র ইউপির ২৫৫ জন ভিজিডি কার্ড ধারির মাঝে গত দুই মাসের ৬০কেজি করে ভিজিডি চাল বিতরণ করেন। গতকাল বুধবার দিনব্যাপী পাবনা পুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে এ চাল বিতরণ করা হয়

জানা গেছে উক্ত ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান মন্ডল মহামান্য হাইকোর্টের নির্দেশে প্রায় দেড় বছর সাময়িক বরখাস্ত ছিলেন। পরবর্তীতে তিনি চলতি মাসেই হাইকোর্টে রিট করে তার সপদে বহালের দায়িত্ব ফিরে পান। দায়িত্ব পাওয়ার পর এবারই প্রথম ২৫৫ জন কার্ড ধারীর মাঝে ভিজিডি কার্ডের চাল বিতরণ করলেন। এসময় উপস্থিত ছিলেন উক্ত ইউপি ট্যাগ অফিসার হিসেবে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হাই, ইউপি সচিব এবং অত্র ইউপির সকল ওয়ার্ড সদস্যগণ। সাংবাদিক বৃন্দ এবং এনজিও প্রতিনিধি ও গন্য মান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। অপরদিকে ৮ নম্বর মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহাব সরকার তার ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ২৬৬ জন ভিজিডি কার্ড ধারির মাঝে চাল বিতরণ করেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth