২১ আশ্বিন, ১৪৩১ - ০৬ অক্টোবর, ২০২৪ - 06 October, 2024

বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজীর মৃত্যুতে রংপুর সাংবাদিক ইউনিয়নের শোক

আমাদের প্রতিদিন
1 week ago
45


খবর বিজ্ঞপ্তির:

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফউজে) এর সভাপতি বরেণ্য সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে)।

 এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন আরপিইউজের সভাপতি আলহাজ্ব সালেকুজ্জামান সালেক ও সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান। সহ-সভাপতি চঞ্চল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক, সাংগঠনিক সম্পাদক বাদশাহ ওসমানী, কোষাধ্যক্ষ মমিনুল ইসলাম রিপন, দপ্তর সম্পাদক হারুন উর রশিদ সোহেল, প্রচার সম্পাদক রেজওয়ান রনি,  ক্রীড়া সম্পাদক রাফাত হোসেন বঁfধন, সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক নুর হাসান চান,  পাঠাগার সম্পাদক সাহানুর রহমান,   কার্যকরী সদস্য হুমায়ন কবির মানিক, কামরুল ইসলাম চুন্নু, নজমুল ওহাব টিপু প্রমুখ।

বিবৃতিতে নেতারা বলেন,সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর মৃত্যুতে সাংবাদিকতা জগতে যে শূন্যতা সৃষ্টি হলো- তা সহজে পূরণ হওয়ার নয়। তিনি শুধুমাত্র একজন সাংবাদিকই ছিলেন না, সাংবাদিকতার আলোকবর্তিকা হিসেবে কাজ করে গেছেন। পেশাদার সাংবাদিক হিসেবে সাংবাদিকদের অধিকার আদায়ে ও মর্যাদা রক্ষায় নিয়োজিত ছিলেন। তার মৃত্যুতে সাংবাদিক সমাজই ক্ষতিগ্রস্ত হলো। এ ক্ষতি সহজে কাটিয়ে ওঠা যাবে না।

বিবৃতিতে নেতারা আরও বলেন,ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন সাংবাদিক রুহুল আমিন গাজী। সরকারের রোষানলে পড়ে দীর্ঘদিন কারাবন্দী ছিলেন তিনি। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। দীর্ঘ সাংবাদিকতা জীবনে বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। সবশেষ দৈনিক সংগ্রামের প্রধান প্রতিবেদক এর দায়িত্ব পালন করছিলেন। এছাড়া বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসেবে সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।

মঙ্গলবার রাত ৯ টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য সাংবাদিক রুহুল আমিন গাজী।

আওয়ামী সরকারের আমলে দীর্ঘ কারাবাসে তৈরি হয় নানা শারীরিক জটিলতা। ব্যাক পেইন, উচ্চ ডায়াবেটিস, লবণ ঘাটতি (ইলেক্ট্রোলাইট) সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন তিনি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth