২৯ আশ্বিন, ১৪৩১ - ১৪ অক্টোবর, ২০২৪ - 14 October, 2024

পলাশবাড়ীতে উপজেলা জামায়াতের উদ্যোগে সিরাতুন নবী (সাঃ) উপলক্ষে  র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
2 weeks ago
114


বায়েজীদ, পলাশবাড়ী (গাইবান্ধা):

বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশবাড়ী উপজেলা শাখার উদ্যোগে সিরাতুন নবী (সা:) উপলক্ষে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে ২৫ সেপ্টেম্বর বুধবার বিকেলে উপজেলা জামায়াতের আমির ও কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক এর নেতৃত্বে একটি বিশাল র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌমাথা মোড়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পলাশবাড়ী সাদুল্লাপুর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও পলাশবাড়ী উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কাওসার মো নজরুল ইসলাম লেবু,সাবেক ভাইস চেয়ারম্যান আবু তালেব সরকার,সাদুল্লাপুর উপজেলা জামায়াত সেক্রেটারি সিরাজুল ইসলাম, পৌর জামায়াত সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদ,সাধারণ সম্পাদক তাজুল ইসলাম মিলন,জামায়াত নেতা অধ্যাপক গোলাম মোস্তফাসহ পৌর, ইউনিয়ন ওয়ার্ড জামায়াত ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা বক্তব্য রাখেন।

সভায় বক্তারা দীর্ঘ ১৭ বছর আওয়ামী দু:শাসনের কথা তুলে ধরেন।জামায়াত নেতাকর্মীদের মামলা হামলা নির্যাতনের বর্নানাদেন।আগামী নির্বাচনে জামায়াত ইসলামির পতাকা তলে ঐক্যবদ্ধ থাকার কথা বলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth