কুড়িগ্রামে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত
কুড়িগ্রাম প্রতিনিধি:
বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে স্বৈরাচারের হাতিয়ার সন্ত্রাস বিরোধী কালো আইনসহ ও অন্যান্য আইনের দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারসহ ৬ দফা দাবিতে কুড়িগ্রাম শাপলা চও্বরে বৃহস্পতিবার সন্ধ্যায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রধান কেন্দ্রীয় সমন্বয়ক সফিকুল ইসলাম, কেন্দ্রীয় সমন্বয়ক আতাউর রহমান বিক্রমপুরী,কুড়িগ্রাম জেলার প্রধান সমন্বয়ক আল ইমরান।উক্ত অনুষ্ঠিত মানববন্ধনের মাধ্যমে প্রশাসনসহ উধ্বর্তন কতৃপক্ষের নিকট ক্লিয়ারেন্স এর নামে জেল গেটের হয়রানী বন্ধ,আবু সাঈদের বাংলায় কালো আইনের ঠাঁই নাই,দুর্নীতিবাজরা যেখানে থাক সেখান থেকে নিপাত যাক, কারাগারে বন্দীদের সমকামিতা বন্ধে স্ত্রীর সঙ্গে অনন্ত ১ মাসে সাক্ষাতের ব্যবস্থা, জঙ্গি নাটকের দিন শেষ ছাএ জনতার বাংলাদেশ নামে স্লোগান দিতে থাকে।কেন্দ্রীয় সমন্বয়ক আতাউর রহমান বিক্রমপুরী জানান সারাদেশে জেলহাজতে জেল সুপারে বিভিন্ন অনিয়ম বন্ধের আহ্বান জানান।