পীরগঞ্জের আলতাব নগর মসজিদটি যেন দৃষ্টি নন্দন
আজাদুল ইসলাম আজাদ পীরগঞ্জ রংপুর :
রংপুরের পীরগঞ্জে দুবাই প্রবাসী আলতাব হোসেন এর নিজ উদ্দ্যেগে গড়ে উঠেছে জামে মসজিদ। সেই সাথে বিশাল এলাকা জুড়ে গনকবর স্থান এবং আলতাব নগর ইসলামিক ইনস্টিটিউট গড়ে উঠেছে। মসজিদটি একনজর দেখার জন্য কয়েকটি উপজেলা থেকে লোকজন ভীর জমায় প্রতিদিন।
২০২০ সালে এই মসজিদটির ভিত্তি স্থাপন করা হয় এবং ২০২২ সালের ২৩ ডিসেম্বর এটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। ১২৮ ফিট উচ্চতার ৪ টি মিনার এবং ৮২ ফিটের একটি গুম্বজ এর উপর মসজিদটি নির্মাণ করা হয়েছে। ১৪ কোটি টাকা ব্যায়ে দুই তলা মসজিদটির নির্মান কাজ শেষ হয়েছে। মসজিদটির নাম দেয়া হয়েছে আলতাব নগর জামে মসজিদ। চতরা মৌজার মৃত আলহাজ্ব আব্দুল কুদ্দুস মিয়ার দ্বিতীয় ছেলে দুবাই প্রবাসী আলতাব হোসেন তার নিজ উদ্যোগে এবং নিজ তহবিল থেকে এটি নির্মাণ করেন। এটির উপরের ফ্লোরে মহিলা এবং নিচের ফ্লোরে পুরুষ এক সাথে আড়াই হাজার লোকজন নামাজ আদায় করতে পারে। মসজিদটি নির্মানের পর থেকেই একনজর দেখার জন্য প্রতিদিন দূরদূরান্ত থেকে লোকজন এখানে ছুটে আসেন।
স্থানীয়রা জানান, চতরা হাটের আলতাব হোসেন দুবাই প্রবাসী হবার পর থেকেই এলাকার প্রায় মসজিদ এবং মাদ্রাসায় সহযোগিতা করে আসছেন। এছাড়াও তিনি নিজ অর্থায়নে মসজিদ মাদ্রাসা এবং এলাকাবাসীদের জন্য কবর স্থানের জন্য জমি ক্রয় করেন। কবর স্থানে সবধরনের লোকজনের মরদেহ দাফন করতে পারেন। মসজিদটি পীরগঞ্জ উপজেলার মধ্যে বড়।
মসজিদের সাথে আলতাব নগর ইসলামিক শিশু ইনস্টিটিউট ও গড়ে তুলেছেন তিনি, এতে করে এখানে প্রায় অর্ধশতাধিক লোকজনের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। আলতাব নগর থেকে এসব কর্মজীবী লোকজন এখানে কর্ম পেয়ে তারা খুশি।
শুক্রবার মসজিদে এ গিয়ে কথা হয়, গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার চকনদী গ্রামের মুসল্লী আল আমিন মিয়ার সাথে তিনি বলেন, মসজিদটা দেখতে সুন্দর তাই আমি ১০ কিলোমিটার দূর থেকে এখানে নামাজ পরতে এসেছি। এখানে নামাজ পরতে এসে অনেক ভালো লাগছে।
আলতাব নগরের দেখভালের দায়িত্ব প্রাপ্ত নজরুল ইসলাম জানান, কয়েকটি জেলা থেকে লোকজন মসজিদটি দেখতে আসেন। বেড়াতে আসা লোকজন এখানে মনোরম পরিবেশে নামাজ আদায় করে থাকেন এবং অনেকেই এখানে ফটোসেশান করে থাকেন। বেড়াতে আসা লোকজনদের জন্য নিরাপত্তা প্রহরী সবসময় সচেতন রয়েছে। এছাড়াও এখানকার আলতাব নগর ইসলামিক ইনস্টিটিউট এর ছাত্রদের জন্য খেলাধুলার সামগ্রিক স্থাপন করা হয়েছে, প্রতিদিন সকাল বিকাল ছাত্র ছাত্রী এবং বেড়াতে আসা ছোট্ট ছোট্ট শিশুরা খেলা ধুলা করতে পারে।
চতরা ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহীন জানান, আলতাব নগর জামে মসজিদ এ কয়েকটি উপজেলা থেকে লোকজন আসেন শুক্রবারের নামাজ পড়তে। শুক্রবারের দিনে ইমামতি করেন তাফসীরুল কুরআন মাহফিল এর বক্তা নুরুল আমিন। এছাড়াও মসজিদটি দেখতেও অনেক সুন্দর যে কারনে দূর থেকে লোকজন আসেন।