২৯ আশ্বিন, ১৪৩১ - ১৪ অক্টোবর, ২০২৪ - 14 October, 2024

অতিবৃষ্টিতে পুকুরে ধ্বসে পড়েছে রাস্তা গঙ্গাচড়া-বালারঘাট সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

আমাদের প্রতিদিন
2 weeks ago
65


নির্মল রায়,গঙ্গাচড়া (রংপুর):

গত ৩  দিনের অব্যাহত বৃষ্টিপাতে রংপুরের গঙ্গাচড়া উপজেলার গঙ্গাচড়া-গজঘণ্টা সড়কের বালারঘাট নামক স্থানে পাকা সড়কের প্রায় ২০ ফুট দৈর্ঘ স্থান পুকুড়ে ধ্বসে পড়েছে। ১২ ফুট প্রশস্ত রাস্তার প্রায় ১০ ফুটই পুকুড়ে বিলীন হয়েছে। ফলে বাইসাইকেল ও মোটর সাইকেল অতি কষ্টে পারাপার হতে পারলেও অন্য সব যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয় লোকজন জানান, এই সড়ক দিয়ে চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে প্রতিদিন হাজারো মানুষ গঙ্গাচড়া উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে যাতায়াত করে। রাস্তাটি পুকুড়ে ভেঙ্গে পড়ায় বাইপাস হিসেবে প্রায় ২ কি.মিটার ঘুরে সরু রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে মাঝারী যানবাহনগুলোকে। ওই বাইপাস দিয়ে বড় ও ভারী যানবাহন চলাচল সম্ভব না হওয়ায় এ ধরনের যানবাহনকে প্রায় ৫ কি.মিটার ঘুরে বুড়িরহাট হয়ে যাতায়াত করতে হচ্ছে। এতে অর্থ ও সময় দু’টোরই অধিক অপচয় করতে হচ্ছে।

স্থানীয় তহিজার রহমান বলেন, ‘৩ দিন ধরে অবিরাম বৃষ্টির কারণেই সড়কের এই স্থানটি ধ্বসে গেছে। পাশে পুকুর থাকায় ও পাইলিং না থাকায় এমনটি হয়েছে।

স্থানীয় শফিকুল ইসলাম জানান, দিনরাত এই সড়ক দিয়ে ট্রাক, অটো, মোটর সাইকেল, মাইক্রোবাস, এম্বুলেন্স রিক্সাসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। সড়কটি ধ্বসে পড়ায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। তিনি দ্রুত ধ্বসে যাওয়ার সড়কটি মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলাম জানান, রাস্তা ভেঙ্গে যাওয়া অংশের মেরামত কাজ গতকালই শুরু করা হয়েছিল। তবে অতিবৃষ্টির কারণে শ্রমিকরা কাজ করতে পারছে না। বৃষ্টি একটু হাল্কা হলেই কাজ দ্রুত সম্পন্ন করা হবে।  

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth