২৯ আশ্বিন, ১৪৩১ - ১৪ অক্টোবর, ২০২৪ - 14 October, 2024

তিন দিন ধরে অব্যাহত বর্ষনে জনজীবন স্থবির :বাড়ছে নদ-নদীর পানি

আমাদের প্রতিদিন
2 weeks ago
56


দিনাজপুরে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

দিনাজপুর প্রতিনিধি:

টানা তাপদাহের পর গত তিন দিন ধরে অব্যাহত বর্ষনে দিনাজপুরসহ এই অঞ্চলে বেশ স্বস্তি মিললেও বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। বিশেষ করে গত দু’দিন ধরে দিনভর বৃষ্টিপাতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে দেশের উত্তরের জেলা দিনাজপুরে। এদিকে অব্যাহত ভারী বর্ষন আর উজানের ঢলে দিনাজপুরের সব নদ—নদীর পানি বৃদ্ধি পেয়েছে।

দিনাজপুরসহ এই অঞ্চলে বেশ কিছুদিন ধরেই বিরাজ করতে তাপদাহ। অব্যাহত তাপদাহ আর প্রখর রোদে হাঁসফাঁস অবস্থার সৃষ্টি হয় এই অঞ্চলের মানুষের মধ্যে। সবশেষ গত ২৩ সেপ্টেম্বর দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বেশ কিছুদিন এই অবস্থা বিরাজ করার পর গত ২৫ সেপ্টেম্বর থেকে দিনাজপুরসহ এই অঞ্চলে শুরু হয় বৃষ্টিপাত। গত তিন দিন ধরে চলছে অব্যাহত বর্ষন। বৃষ্টিপাত শুরু হওয়ায় কমে এসেছে তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা নেমে এসেছে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। দীর্ঘ তাপদাহের পর এই অঞ্চলের মানুষের মধ্যে মিলেছে স্বস্তি। তবে অব্যাহত বর্ষনে স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। দিনভর বর্ষণ অব্যাহত থাকায় কাজের অভাবে  দৈনন্দিন খেটে খাওয়া শ্রমজীবি মানুষ পড়েছে বিপাকে। কাজের সন্ধানে বাড়ী থেকে বের হতে পারছেন না তারা।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষনাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, দিনাজপুর জেলায় শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৯৭ মিলিমিটার। এই সময়ে এটিই দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত বলে জানিয়েছেন তিনি। এছাড়াও নীলফামারীর সৈয়দপুরে এই সময়ে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৮৭ মিলিমিটার।

এদিকে একদিকে ভারী বর্ষন অন্যদিকে শহরের ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় দিনাজপুর পৌর এলাকার বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। বেশ কিছু রাস্তায় হাটুপানি জমে থাকছে। এতে শহরে চলাচলকারীরা পড়েছে দুর্বিসহ অবস্থার মধ্যে। প্লাবিত হয়েছে বেশ কিছু এলাকার নিম্নাঞ্চল।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছে, অব্যাহত ভারী বর্ষন আর উজানের ঢলে দিনাজপুরের বিভিন্ন নদ—নদীর পানি বৃদ্ধি পেয়েছে। 

দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের উপ—সহকারী প্রকৌশলী জুয়েল রানা জানান, অব্যাহত বর্ষন আর উজানের ঢলে দিনাজপুরের সব নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তবে প্রতিটি নদীর পানিই শুক্রবার বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হয়। তিনি বলেন, পুণর্ভবা নদীর বিপদসীমা ৩৩ দশমিক ০৫ মিটার, প্রবাহিত হচ্ছে ৩১ দশমিক ১৯ মিটার দিয়ে। ইছামতি নদীর বিপদসীমা ২৯ দশমিক ৫০ মিটার, প্রবাহিত হচ্ছে ২৭ দশমিক ৪৫ মিটার দিয়ে। আত্রাই নদীর বিপদসীমা ৩৯ দশমিক ১৫ মিটার, প্রবাহিত হচ্ছে ৩৬ দশমিক ৭৪ মিটার দিয়ে। তবে তিনি বলেন, বর্ষন ও উজানের ঢল অব্যাহত থাকায় নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।  

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth