৩০ আষাঢ়, ১৪৩২ - ১৪ জুলাই, ২০২৫ - 14 July, 2025

রংপুরে ৩ দিন ব্যাপী পিআইবি’র সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন

আমাদের প্রতিদিন
9 months ago
297


নিজস্ব প্রতিবেদক:

রংপুর জেলার সাংবাদিকদের জন্য ৩ দিন ব্যাপী “সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে।   শনিবার সকালে নগরীর শালবন সেন্টাল রোডস্থ সমাজসেবা প্রশিক্ষণ কেন্দ্রের সভা কক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি)’র আয়োজনে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, প্রশিক্ষণের রিসোর্সপার্সন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারি অধ্যাপক মাহমুদুল হাসান, পিআইবি’র প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম সৈকত প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালায় রংপুর মহানগরীসহ জেলার আট উপজেলার  মোট ৩৫জন সংবাদকর্মী অংশ নেন। প্রশিক্ষণের উদ্বোধনী দিনে সংবাদের ধারনা, সংবাদ সূচনা, সংবাদের শিরোনাম, বিভিন্ন ধরনের সংবাদ লেখার কৌশল, সংবাদ সংগ্রহের কৌশল, সংবাদের সূত্র-উৎস ও সোর্সের সাথে সু-সর্ম্পকের ধারনা প্রদান করা হয়। আগামী সোমবার শেষদিনে অংশগ্রহনকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণের মাধ্যমে প্রশিক্ষণের সমাপ্তি হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth