২৯ আশ্বিন, ১৪৩১ - ১৪ অক্টোবর, ২০২৪ - 14 October, 2024

ডিমলায় উজানের ঢল ও টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল  প্লাবিত

আমাদের প্রতিদিন
2 weeks ago
131


ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর ডিমলায় উজান থেকে নেমে আসা ঢল আর টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তিস্তা ও বুড়িতিস্তার পনি বিপদসীমার ছুঁইছুঁই অবস্থা। এদিকে ডালিয়া পানি উন্নয়ন বোর্ড তিস্তা ব্রীজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে। শনিবার সকাল থেকে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রভাবিত হচ্ছে। এতে তিস্তাপাড়ের চর ও নিম্নাঞ্চলে পানি ঢুকে পানিবন্দি হয়ে পড়েছে বেশ কয়েকটি গ্রাম ডুবেছে আমন ধানের ক্ষেত, সবজী বাগান সহ বিভিন্ন ফসল। এদিকে বুড়িতিস্তার পানি বাড়ায় দুই ধারে আমন ধানের ক্ষেত নষ্ট হওয়ার আশংকা রয়েছে।  ডালিয়া পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী মো. রাশেদীন বলেন উজানের ঢল ও টানা বৃষ্টিতে তিস্তা নদীর পানি বেড়েছে ব্রীজের সবকটি জলকপাট খুলে দেওয়া হয়েছে। যে কোন সময় পানি আরো বাড়তে পারে। ডিমলা আবহাওয়া অফিসের ইনচার্জ আব্দুস সবুর বলেন, গত ৪৮ ঘন্টায় উপজেলায় ১৫০ কিলোমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শনিবার রংপুর বিভাগের কোথাও কোথাও মাঝারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।  

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth