২৮ আশ্বিন, ১৪৩১ - ১৩ অক্টোবর, ২০২৪ - 13 October, 2024

মিঠাপুকুরে ইউপি সদস্যকে কোপালেন চেয়ারম্যানের ছেলে!

আমাদের প্রতিদিন
1 week ago
188


মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:

রংপুরের মিঠাপুকুরে এক ইউপি সদস্যকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে চেয়ারম্যান পুত্রের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার মিলনপুর আদর্শপাড়া মসজিদের সামনে রাস্তায়। মিলনপুর ইউপি সদস্য ফুলবাবু মিয়া (৫৫) বর্তমানে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

এলাকাবাসী প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, কয়েকদিন আগে মিঠাপুকুর উপজেলার ১২নং মিলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিয়ার রহমান জনরোষের মুখে পদত্যাগ পত্র লিখে দিয়েছিলেন। পরে অবশ্য কর্তৃপক্ষের কাছে উক্ত পদত্যাগ পত্র দাখিল বা গৃহীত হয় নাই। ইউপি সদস্য ফুলবাবু মিয়ার অভিযোগ, পদত্যাগ পত্র লিখে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তার উপর ক্ষিপ্ত ছিল চেয়ারম্যান আতিয়ার রহমান। এরই জের হিসেবে গত শনিবার বিকেল ৩টার দিকে চেয়ারম্যান আতিয়ার রহমান এর নির্দেশে তার পুত্র ফয়সাল (২৩)  একদল সন্ত্রাসী নিয়ে ইউপি সদস্য ফুলবাবু মিয়াকে পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে। এসময় ইউপি সদস্য ফুলবাবু মিয়া বামহাতে গুরুত্বর কাটা জখমসহ শরীরের বিভিন্নস্থানে আঘাত পান এবং হামলাকারীরা ইউপি সদস্য ফুলবাবু মিয়ার কাছে থাকা টাকা লুন্ঠন করে নিয়ে যায়।

এব্যাপারে ১২নং মিলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিয়ার রহমান বলেন, আমার ও আমার ছেলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। ওই ইউপি সদস্য আমার ছেলেকে থাপ্পড় মারার কারনে ছেলের বন্ধুরা ইউপি সদস্যকে মারধর করেছে বলে শুনেছি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth