২৮ আশ্বিন, ১৪৩১ - ১৩ অক্টোবর, ২০২৪ - 13 October, 2024

নীলফামারীতে  শেখ হাসিনার জম্মদিন পালন

আমাদের প্রতিদিন
1 week ago
36


নীলফামারী প্রতিনিধিঃ

টানা চারবার ক্ষমতায় থাকায় প্রতি বছর সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্মদিন জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হতো। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে এ বছর সীমিত আকারে তার ৭৮তম জন্মদিন পালন করেছেন নেতাকর্মীরা।

গতকাল শনিবার জেলায় তেমন কোনো কার্যক্রম না থাকলেও ব্যতিক্রম ছিল কিশোরগঞ্জ উপজেলা যুবলীগের ঘরোয়া আয়োজন রাতে কেক কেটে উদযাপন করা হয় জন্মদিন। এ সময় উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ আবুল কালাম বারী পাইলট,   উপজেলা শ্রমিক লীগের সদস্যসচিব হিজবুল্লাহ রহমান ডালিম, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক রিপন ইসলামসহ নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার বড় সন্তান শেখ হাসিনা। ১৯৮১ সাল থেকে আওয়ামী লীগের সভাপতি তিনি। ৫ আগস্ট সরকার পতনের দিন তিনি দেশ ছেড়ে ভারতে চলে যান। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth