২৮ আশ্বিন, ১৪৩১ - ১৩ অক্টোবর, ২০২৪ - 13 October, 2024

নাগেশ্বরীতে সুবিধাবঞ্চিত গর্ভবতী মা ও শিশুদেরকে বিনামূল্যে  চিকিৎসা ও ঔষধ প্রদান

আমাদের প্রতিদিন
2 weeks ago
15


নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ২ শতাধিক  সুবিধাবঞ্চিত গর্ভবতী মা ও  শিশুদের মাঝে  বিনামূল্যে  চিকিৎসা  সেবা ও ঔষধ   প্রদান করা হয়েছে। রোববার দিনব্যাপী উপজেলার নেওয়াশী ইউনিয়নে ফকিরের হাট এলাকায় বাদিয়াখালী ত্রাণ ও পূর্ণবাসন সংস্থা, রিফায়েতপুর বাদিয়াখালি মা ও শিশু স্বাস্থ্য প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কার্যক্রমের উদ্বোধন করেন মা ও শিশু স্বাস্থ্য প্রকল্পের প্রকল্প পরিচালক গাজী সালাউদ্দিন মিলন। এতে আরও উপস্থিত ছিলেন উপ—পরিচালক জেনারুল ইসলাম জিন্নাহ, মা ও শিশু স্বাস্থ্য প্রকল্পের সভাপতি বিপুল চন্দ্র, পিএস সোহরাব হোসেন, সহকারী প্রকল্প পরিচালক মিজানুর রহমান, কুড়িগ্রাম জেলা ম্যানেজার ওহাব প্রধানী, লালমনিরহাট জেলা ম্যানেজার সিদ্দিকুর রহমান, নাগেশ্বরী উপজেলা এক্সিকিউটিভ কেএম আরিফিন খন্দকার প্রমুখ। সংস্থাটি প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠির স্বাস্থ্যসেবা ও ঔষধ প্রদানের পাশাপাশি সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। সারাদেশে ৫ টি জেলায় এর কার্যক্রম চলমান রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth