রংপুরে ওলামা দল ও শিক্ষক নেতা মাজেদীর মায়ের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক:
রংপুর সদরের খলেয়া ইউনিয়নের লালচাঁদপুর খাইরুল উলুম ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ প্রয়াত মাওলানা আবু জাহের মো: আব্দুল মাজেদের সহধর্মীনি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় আহবায়ক কমিটির অন্যতম সদস্য, রংপুর জেলার আহবায়ক ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি, শিক্ষক কর্মচারি ঐক্যজোট রংপুর বিভাগীয় সদস্য সচিব মাওলানা মোহা: ইনামুল হক মাজেদীর মাতা রাবেয়া বেগম ইন্তেকাল করেছেন। ( ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন) তিনি শনিবার দিবাগত রাত সাড়ে ১১টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪। তিনি ৫ ছেলে, ৫ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্যক আত্বীয়-স্বজন ও শুভাকাংঙ্খী রেখে গেছেন। রোববার বাদ জোহর মরহুমা রাবেয়া বেগমের স্বামীর প্রতিষ্ঠিত মাদরাসা প্রাঙ্গনে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজ পড়ান মরহুমার বড় ছেলে ও চিরিরবন্দর নান্দেরাই কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক। এসময় বক্তব্য রাখেন, রংপুর মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও কাকসুর সাবেক জিএস শহিদুল ইসলাম মিজু, জেলা বিএনপির সদস্য ফজলুর রহমান বাদল, সদর বিএনপির যুগ্ম আহবায়ক শাহ মাসুদ রানা, হাফেজ আব্দুল ওয়াজেদ, মরহুমের ছেলে মাওলানা মোহা: ইনামুল হক মাজেদী, রেজাউল হক মানিক প্রমুখ। এসময় বাংলাদেশ মাদরাসা শিক্ষক সমিতি রংপুর জেলার যুগ্ম সদস্য সচিব ও হরকলি বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবু তালেব, যুগ্ম সদস্য সচিব মাওলানা আবুল কাশেম, মিঠাপুকুরের ভাংনী আহমাদিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও: আবু সালেহ জাকারিয়া, তারাগঞ্জ উপজেলার ও/এ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. আব্দুস সালাম, পাগলাপীর কদমতলা দাখিল মাদ্রাসার সুপার মাও: আব্দুল জলিল, বড়বাড়ি দাখিল মাদ্রাসার সুপার মাও: আবেদ আলী ফারুকী, রংপুর সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক হারুন উর রশিদ সোহেল, জেলা ওলামা দলের সদস্য সচিব মাও: আব্দুল মমিন, সদর উপজেলা ওলামা দলের সভাপতি মাও: মাহবুবার রহমান, সদস্য সচিব বায়েজীদ হোসেন, মহানগর ওলামা দলের সদস্য সচিব হাফেজ নুর হক শাহ, ওলামা দল নেতা মাও: ওমর আলী, হারাগাছ পৌর ওলামা দলের সভাপতি ইউনুস আলী, তারাগঞ্জ উপজেলা ওলামা দলের সভাপতি মাও: রশিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাও: আব্দুস সালাম, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন, সদস্য আজহারুল চৌধুরী, শফিকুল ইসলাম, যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, গঙ্গাচড়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামরুজ্জামান লিপ্টন সহ রংপুর মহানগর ও জেলা বিএনপিএবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জেলার শিক্ষক নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের সুপার/অধ্যক্ষসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন। এদিকে মরহুমার মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন।