কোতয়ালী (সদর) থানার ওসি বজলুর রশীদের বিদায় সংবর্ধনা
আঃ রহিম, পাগলাপীর রংপুর:
জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো রংপুর কোতয়ালী (সদর) থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ বজলুর রশীদ (আইজি ব্যাচ প্রাপ্ত) বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্টান। এ উপলক্ষ্যে গতকাল রোজ শনিবার রাতে থানার হলরুমে আয়োজন করা হয় এক সংক্ষিপ্ত আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদায়ী অফিসার ইনচার্জ ওসি মোঃ বজলুর রশীদ। এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রংপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও অত্র হরিদেবপুর ইউনিয়নের দু'বারের সাবেক সফল চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন সহ থানার কর্মরত পুলিশ ও উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ। বিশেষ অতিথি মোঃ ইকবাল হোসেন বলেন ওসি বজলুর রশীদ সৎ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের করেছেন। বক্তারা তার কর্মকান্ডের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তার পরিবার সহ আগামী দিনের সুন্দর পথ চলার সাফল্য কামনা করেন। অনুষ্টান শেষে বিদায়ী ওসি বজলুর রশীদকে থানার পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করা হয়।