মাওলানা আঃ মাজেদ এর সহধর্মিনী রাবেয়া আর নেই
আঃরহিম, পাগলাপীর রংপুর:
রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নের শলেয়াশাহ মৌলভীপাড়া গ্রাম নির্বাসী লালচাঁদপুর বহুমুখী ফাযিল ডিগ্রী মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাবেক অধ্যক্ষ বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী মরহুম আবু জাহেদ মাওলানা মোঃ আব্দুল মাজেদ এর সহধর্মিনী এবং জাতীয়তাবাদী ওলামাদল ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির জেলা বিভাগীয় ও কেন্দ্রীয় নেতা মাওলানা মোঃ ইনামুল হক মাজেদী (সাংবাদিক) এর মাতা মোছাঃ রাবেয়া বেগম আর নেই। তিনি ব্রেন স্ট্রোক করে গত শনিবার রাত সাড়ে ১১টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি রাজিউন, তার বয়স হয়েছিল ৭২ বছর। পরদিন বাদ যোহর লালচাঁদপুর কেন্দ্রীয় ঈদগাহ ও ফাযিল ডিগ্রী মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে জানাযা শেষে তার দাফন সম্পন্ন হয়। মরহুমার জানাযার নামাজে বিভিন্ন রাজনৈতিক মহল , শিক্ষক, সাংবাদিক ও আত্মীয়-স্বজন সহ স্থানীয় সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিগণ অংশগ্রহন করেন। এদিকে তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক আমাদের প্রতিদিন প্রত্রিকা.রংপুর এর (পাগলাপীর রংপুর প্রতিনিধি ) মোঃ আঃ রহিম। তিনি এক শোক বার্তায় মরহুমার আত্মার রুহের মাগফেরাত কামনা ও তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।