২৮ আশ্বিন, ১৪৩১ - ১৩ অক্টোবর, ২০২৪ - 13 October, 2024

রংপুরের সকল রাজনৈতিক দলের সাথে পুজা উদযাপন পরিষদের মতবিনিময়

আমাদের প্রতিদিন
1 week ago
63


নিজস্ব প্রতিবেদক:

আসন্ন সার্বজনীন শারদীয় দূর্গাপুজা ২০২৪ উদযাপন উপলক্ষ্যে সাম্প্রদায়ীক সম্প্রীতি বজায় রাখার লক্ষে রংপুর মহানগর পূজা উদযাপন পরিষদ আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল (২৯ সেপ্টেম্বর) রবিবার বিকাল ৫টায় রংপুর ধর্মসভা প্রাঙ্গনে মতবিনিময় সভায়  বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি  স্বপন ভট্টাচার্য্য ও  সাধারণ সম্পাদক এ্যাড. প্রশান্ত কুমার রায়ের পরিচালনা বক্তব্য রাখেন রংপুুুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব এ্যাড. মাহাফুজ উন নবী ডন, রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর জেলা জাতীয় পার্টিার সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, বাংলাদেশ জামায়াতে ইসলাম রংপুর মহানগর শাখার আমির মোঃ আজম খান, বাংলাদেশ ইসলামী আন্দেলন রংপুর মহানগর শাখার সভাপতি মোঃ আমিরুজ্জামান পিয়াল, ডেইরী ফামার্স এসোসিয়েশন রংপুর বিভাগীয় ও জেলা শাখার সভাপতি  ইঞ্জিনিয়ার মোঃ লতিফুর রহামন মিলন,  বাংলার চোখের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তানবীর হোসেন আশরাফী, জেএসডি রংপুর জেলা শাখার সভাপতি মোঃ আমিন উদ্দিন বিএসসি, এবি পার্টি রংপুর মহানগর শাখার সদস্য সচিব মোঃ মাহাবুবার রহমান, রাষ্ট্র সংস্কার আন্দোলন রংপরের আহবায়ক এ্যাড. রায়হান,   বৈষম্যবিরোধী ছাত্র আন্দেলন রংপুরের সমন্বয়ক ইমতিয়াজ আহমেদ, ইমরান আহমেদ, হৃদয়, পুজা উদযাপন পরিষদ রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা কমিটির সভাপতি খোকন সরকার, সাধারণ সম্পাদক পিযুষ চন্দ্র সরকার,  পুজা উদযাপন পরিষদ মাহিগঞ্জ থানা কমিটির সভাপতি রবি সোমানী, সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস সহ অন্যান্য রাজনৈতিক দল ও পুজা উদযাপন পরিষদের সকল থানা কমিটির নেতৃবৃন্দ। 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth