রংপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক:
প্রতিটি শিশুর অধিকার রক্ষা আমাদের অঙ্গিকার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন হয়েছে। রোববার বিকেলে একাডেমির নিজস্ব হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ শিশু একাডেমি রংপুর। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ শাহনাজ বেগম। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ইমরান মিঞার সভাপতিত্বে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর রংপুরের উপপরিচালক সালোয়ারা বেগম, জেলা ক্রীড়া কর্মকর্তা মো:আসাদুজ্জামান। এছাড়াও বিশ্ব শিশু দিবসে শিশুদের পক্ষে বক্তব্য রাখেন শিশু বন্ধু তাহির ইবরার তাহি ও ফাইরুজ বারি মালিহা। এর আগে অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলোয়াত ও গীতা পাঠ করা হয়। পুরো অনুষ্ঠানে উপস্থাপনা করেন সাদিয়া ইবনাত আনিকা। পরে বাংলাদেশ শিশু একাডেমি রংপুরের শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।