রংপুর বিভাগীয় বিএনপি'র মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
রংপুর বিভাগীয় বিএনপি'র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর একটি হোটেলে রংপুর মহানগর বিএনপি'র আহবায়ক সামসুজ্জামান সামু'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটি'র সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটি'র পল্লী ও সমবায় বিষয়ক সম্পাদক ফরহাদ আজাদ, সহ—সাংগঠনিক সম্পাদক(রংপুর বিভাগ) আব্দুল খালেক ও অধ্যাপক আমিনুল ইসলাম বক্তব্য রাখেন, রংপুর জেলা বিএনপি'র আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু,মহানগর বিএনপি'র সদস্য সচিব এ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন প্রমুখ। এসময় রংপুর বিভাগের বিভিন্ন জেলার সভাপতি/ সম্পাদক/ আহবায়ক ও সদস্য সচিব সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় আসন্ন দুর্গাপূজা নিবিঘ্নে পালন করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়।