২৯ আশ্বিন, ১৪৩১ - ১৪ অক্টোবর, ২০২৪ - 14 October, 2024

গঙ্গাচড়ায় এমএমএস সম্পর্কে সচেতনতা সংলাপ অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
1 week ago
18


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়ায় টেকসই পুষ্টির লক্ষ্যে বৈশ্বিক জোট প্রকল্পের এমএমএস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য গ্রামীণ ডাক্তার, স্যাকমো, সিএইচসিপি এবং ফার্মেসির মালিকদের সাথে সচেতনতামূলক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।  সোমবার উপজেলা স্বাস্থ্য প্রশাসনের আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত সংলাপে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা (ডিজিজ কন্ট্রোল) ডা. শামীম সিদ্দিক।

এ প্রকল্পের কর্মপরিধি- গর্ভবতী মা এবং পাঁচ বছরের কম বয়সী শিশুদের অণুপুষ্টির চাহিদা পূরণে এমএমএস নিশ্চিতকরণ, পারিবারিক পর্যায়ে ৭টি অত্যাবশ্যকীয় পুষ্টি কার্যক্রম (ইএনএ) অনুশীলন এবং স্থানীয় উদ্যোগের মাধ্যমে পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ)-এর কৌশলগত বাস্তবায়ন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের কারিগরি পরামর্শক ড. আওরঙ্গজেব আল হোসাইন। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের উপজেলা কো-অর্ডিনেটর শামসুদ্দিনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (গাইনি ও অবস) ডা. নভেরা ইসলাম, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আঞ্চলিক সমন্বয়কারী রাজেশ দে প্রমুখ। এ সময় উপজেলার গ্রামীণ ডাক্তার, স্যাকমো, সিএইচসিপি ফার্মেসির মালিকগণ এবং গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth