গঙ্গাচড়ায় সমবায় সমিতির সদস্যদের দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের গঙ্গাচড়ায় সমবায় সমিতি আইন-বিধিমালা, সমিতি ব্যবস্থাপনা, হিসাব রক্ষণ, মূলধন গঠন, বিনিয়োগ ও আয়বর্ধকসহ যাবতীয় বিষয়ে
দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে ও রংপুর জেলা সমবায় কার্যালয়ের ভ্রাম্যমান প্রশিক্ষণ ইউনিট এর পরিচালনায়
সোমবার সকালে উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না। বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার আবতাবুজ্জামান চয়ন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান প্রমুখ। প্রশিক্ষণে উপজেলার ৫টি সমবায় সমিতির ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন।