গঙ্গাচড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
গঙ্গাচড়া (রংপুর)প্রতিনিধি:
জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে রংপুরের গঙ্গাচড়ায় আলোচনা সভা ও রেজিস্ট্রেশনকৃত সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং ইসলামিক রিলিফ ও দি হাঙ্গার প্রজেক্টের সহোযোগিতায় সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান, সমবায় অফিসার আবতাবুজ্জামান চয়ন, ইসলামিক রিলিফ গঙ্গাচড়ার এপিও শামিম হায়দার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আখতার। সভা সঞ্চালনা করেন উপজেলা তথ্যসেবা কর্মকর্তা তাসনীম খুসবী সরকার।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।